সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ আরিফুল ও গউছের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দিরাই শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ আমলে নিয়ে মামলা সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে প্রেরণের আদেশ দেন এবং আসামি আরিফুল হক ও জিকে গৌছ’র পক্ষে অভিযোগ আমলে না নেওয়ার আবেদন আদালত না মঞ্জুর করেন।

২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে।

সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএএস কিবরিয়া হত্যা মামলা এবং সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার আসামি হলেও উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর