বাবাকে নিয়ে শাকিল কন্যা মৌপির কবিতা

প্রধানমন্ত্রীর সদ্যপয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপি বাবাকে নিয়ে একটি কবিতা তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। ‘চোখ হারাই’ শিরোনামে কবিতাটি তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন। পূর্বপশ্চিমের পাঠকদের জন্য মৌপির কবিতাটি তুলে ধরা হলো-

চোখে হারাই

রাত পোহালেই ফানুসের ওড়া শুরু
বারান্দা তবু তিনদিন ধরে বিরান
ছাই পড়া কাপে বাষ্প উঠছে নতুন,
নিকোটিন নয়, আত্মীয়তার ঘ্রাণ।

নিশির ডাকে ছেড়ে চলে যাই বাড়ি
ফাঁকা গুলি ওড়ে মেঘের পাঁজরজুড়ে
চোখ ঘোলা হয় চায়ের চুমুকে আবার
পকেটঘড়িতে সাড়ে সাত বাজে ঠিকই,
ছাতিম গাছের সময় হয়েছে যাবার।

এক ফালি চাঁদে তোমার আমার থাকা,
আধ ফালি চাঁদ তোমার আমার ঘর
দেড় ফালি চাঁদে তোমার বুকে শুয়ে
মরুভূমি খুঁজে পায় এক যাযাবর।

মাহবুবুল হক শাকিল নিজেও কবিতা লিখতেন। তার লেখা দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘খেরোখাতার পাতা থেকে’ নামে শাকিলের প্রথম কাব্য বের হয় গত বছর বইমেলায়।অাার চলতি বছর বইমেলায় প্রকাশিহ হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গুলশানে সামদাদো রোস্তোয়ায় যান মাহবুবুল হক শাকিল। সেখানে রাতে অবস্থান করেন এবং মঙ্গলবার দুপুরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে রেস্তোরার লোকজন পরিবারকে খবর দেয়। এরপর গুলশান থানার পুলিশ এসে শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর