বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব ২০১৫’র শুভ মহানবমী, বোধন ও দেবীর আবাহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তা কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি দ্বারা যেন বিনষ্ট না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
সংবাদ শিরোনাম
বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই : স্পিকার
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
- ৩১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ