হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৮০ গ্রাম ২৩৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৭টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।