ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পায়ে হেঁটে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় একমাস পর চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৫ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেল চারটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। তবে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরছেন না ওবায়দুল কাদের। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন।

সেতুমন্ত্রীর হাসপাতাল ত্যাগ করার জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এর আগে, আজ বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়পত্র পেতে পারেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

গত ২০ মার্চ, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। এরপর, ২৬শে মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে কেবিনে স্থানান্তর করা হয়। সেদিন সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেতুমন্ত্রীর প্রেসার ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতির কারণে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে হার্টে একটি রিং পরানো হয়।

এর পরদিন, ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পায়ে হেঁটে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ প্রায় একমাস পর চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৫ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেল চারটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। তবে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরছেন না ওবায়দুল কাদের। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন।

সেতুমন্ত্রীর হাসপাতাল ত্যাগ করার জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এর আগে, আজ বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়পত্র পেতে পারেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

গত ২০ মার্চ, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। এরপর, ২৬শে মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে কেবিনে স্থানান্তর করা হয়। সেদিন সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেতুমন্ত্রীর প্রেসার ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতির কারণে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে হার্টে একটি রিং পরানো হয়।

এর পরদিন, ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।