হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশি বাধা ও হামলা উপেক্ষা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর। আজ শুক্রবার বেলা ১১টায় মগবাজার থেকে হাতিরঝিল পর্যন্ত যুবদল উত্তরের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
বিক্ষোভে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।