হাওর বার্তা ডেস্কঃ আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এছাড়া কমিটিতে নুরজাহান ইয়াসমিনকে সিনিয়র সহ-সভাপতি ও হেলেন জেরিন খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।