হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেশি জটিল কোনো রোগ নেই। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক। আজ সোমবার (০১এপ্রিল) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করার পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসপাতাল পরিচালক।
মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়ার কাছে রোগের বিস্তারিত শুনেছেন। তারা সেগুলো অ্যানালাইসিস করে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে চিকিৎসাপত্র দিয়েছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক আরও বলেন, ‘খালেদা জিয়া মেডিকেল বোর্ড সদস্যদের সামনে বসে কথা বলেছেন। স্বাচ্ছন্দ্যভাবে কথা বলেছেন। মেডিকেল বোর্ডের কাছ থেকে সুন্দরভাবে চিকিৎসাপত্র নিয়েছেন।’
মাহবুবুল হক বলেন, ‘উনার (খালেদা জিয়া) চেকআপ করে আমাদের একটা রিপোর্ট দিবেন এবং শুধু ওষুধের পরে উনার অবস্থা কতটুকু উন্নতি হলো তা মূল্যায়ণ করার জন্য দু-তিনজন চিকিৎসক আছেন, যারা পর্যবেক্ষণ করবেন। উনার যে অবস্থা আজকে উনি বসে কথা বলেছেন। সুস্থ আছেন বলতে উনার যে সমস্যাগুলো আছে উনার-পায়ে ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি উনার কম। একটু দুর্বল।’
খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি আরও বলেন, ‘ডায়াবেটিস যেটা আছে উনার আগে থেকেই এবং সেটা একটু বেশি। আজকে উনার খাওয়ার পরে ডায়াবেটিসের মাত্রা ১৪ এসেছে। এ ছাড়া উনার বেশি জটিল কোনো রোগ বলে কিছু নাই।’
‘যেহেতু উনি কথা বলেছেন। উনার অন্য কোনো সমস্যা দেখছি না। চিকিৎসকদের সঙ্গে তিনি খুব সুন্দর করে কথা বলেছেন এবং আমার বিশ্বাস, তিনি কমফোর্ট ফিল করেছেন। উনি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে উনাদের (চিকিৎসক) দেওয়া চিকিৎসাপত্র উনি সুন্দরভাবে গ্রহণ করেছেন। উনি চিকিৎসা নিবেন সেটাই আমি বুঝতে পেরেছি।’
খালেদা জিয়া একপাশে হাত-পা নাড়াতে পারেন না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘না আজকে উনার হাত-পা সবগুলোই উনি নাড়িয়েছেন। উনি আজকেও হুইল চেয়ারে উঠেছেন যেহেতু উনার একা হাঁটতে কষ্ট হয়। কিন্তু আজকে উনি ওরকম কিছু বলেননি যে, “আমি হাত-পা নাড়াতে পারছি না।”’
এর আগে, ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে নিয়ে কালো রঙের একটি গাড়ি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়।
পরে ওই গাড়ি থেকে নামিয়ে গোলাপী শাড়ি ও স্কার্ফ পরিহিত খালেদাকে হুইল চেয়ারে বসিয়ে নেয়া হয় কেবিন ব্লকের ছয় তলায়। সেখানে তাকে রাখা হয়েছে ৬২১ নম্বর কেবিনে। পাশের ৬২২ নম্বর কেবিনটিও তার জন্য সংরক্ষণ করা হচ্ছে।
কড়া নিরাপত্তার মধ্যে একই গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে আসেন তার গৃহকর্মী ফাতেমা বেগম। গাড়ির দরজা খোলার সময় দেখা যায় অসুস্থ খালেদা জিয়া হেলান দিয়ে আছেন ফাতমার পাশে।
বিএনপি নেত্রীর ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সকালেই কারাগারের একটি ট্রাকে করে নিয়ে আসা হয় হাসপাতালে। একটি খাট, দুটি সুটকেইস, চেয়ার, প্লাস্টিকের ওয়ারড্রোব, ছোট একটি ফ্রিজ দেখা যায় এসব মালপত্রের মধ্যে। সকাল ১০টা থেকেই কেবিন ব্লকের কাছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।