উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

হাওর বার্তা ডেস্কঃ “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি’র হাসন রাজা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজদ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে সকালে সুনামগঞ্জ কালেক্টরেট চত্বরে “শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে” অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের হাসননগরস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম’এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ চৌধুরী, সদস্য আতিকুল ইসলাম আতিক, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শামীম আহমদ মুরাদ, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক সিদ্দিকী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমিরুল হক পৌরব প্রমুখ।

পৃথক পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। ক্ষুধা দারিদ্রতা মুক্ত হয়েছে দেশ।’ বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকার করেন বক্তারা।

জেলা যুবলীগ
দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতার জন্মদিনে কেক কেটে উদ্বোধন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, যুবলীগ নেতা পিন্টু বণিক, জেবুল মিয়া, ফয়সল আহমেদ, গিয়াস উদ্দিন, জিল্লুর রহমান সজিব, জেবুল মিয়া, রিংকু রায়, এনাম আহমেদ, সফিকুল হক, আবাবিল নুর, দিপ্ত তালুকদার, ইস্পাহানী প্রমুখ।

জেলা ছাত্রলীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টায় জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তরুণলীগের সভাপতি নাজমুল হুদা বকুল। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. কাওসার, আবু সাঈদ আপন, কাওছার আহমেদ, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সাবেক সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম চপল, জেলা ছাত্রলীগ নেতা জ্যেতির্ময় বনিক দীপ্ত, প্রভাস পাল, মজিদুর রহমান মুন্না, টিপু রহমান, সাজুর মনি রুবেল, দীপ্ত দাশ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল, জয়েদ আহমদ, তানিম আহমদ, ফাহিম আহমেদ, রাজন দাশ, পৌর ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম ইফতি, সুদীন কান্তি দাশ, পলক গোপ, ইমন বর্মন প্রমুখ।

জেলা কৃষক লীগ
জেলা কৃষক লীগের উদ্যোগে রবিবার বিকালে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটা ও আলোচনা সভার পূর্বে দোয়া পরিচালানা করেন হাফিজ আতাউর রহমান লস্কর। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য অরুণ দে, রফিকুল ইসলাম কালা মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, রিংকু চৌধুরী, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি- মনফর আলী ভান্ডারী, ৩ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ফারুক মিয়া ভান্ডারী, কৃষক লীগ নেতা আজিজুল হক, আবু সুফিয়ান, সোহাগ আহমেদ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা আয়োজিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সহ সভাপতি মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক রুপন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, দিলাল আহমদ, মাজেদুল হক, জেলা কৃষক লীগের সদস্য তারেক আহমদ।

তরুণ লীগ
দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা তরুণ লীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন করা হয়। কেক কেটে জন্মদিনের সূচনা করেন সুনামগঞ্জ জেলা তরুণ লীগের সভাপতি নাজমুল হুদা বকুল, সিনিয়র সহ সভাপতি কুলেন্দু শেখর দাস, সহ সভাপতি মো. সোলেমান রশিদ, সহ সভাপতি তৈয়বুর রহমান সহ সাধারণ সম্পাদক আলী আচহাব তপু, সাংগঠনিক সম্পাদক কেএম শহীদুল, সহ সাধারণ সম্পাদক আলী আছহাব (তপু), সাংগঠনিক সম্পাদক কেএম শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক অনিক শাহ, অর্থ সম্পাদক মো:ফিরোজ মিয়া তালুকদার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় মহিলা সংস্থা
রবিবার বেলা ১১টায় শহরের মুক্তারপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. শামছুল হক, সংস্থার সদস্য রওশন আরা রহমান, প্রশিক্ষক মল্লিকা দাস ও শুক্লা তালুকদার। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর