ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত এক দ্বিশতক করেছেন বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের শামীম পাটোয়ারী। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দু’দলের তিন দিনের তৃতীয় ম্যাচটি হয়েছে ড্র। চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। রোববার শেষ দিনটা শামীম শুরু করেছিলেন ১৬১ রান নিয়ে। কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে সময় নেননি খুব বেশি। ত্রিব্রিত রায়ের বল বাউন্ডারিতে পাঠিয়ে দুইশ’ ছুঁয়ে ফেলেন ২৬৩ বলে। শেষ পর্যন্ত ত্রিব্রিতের বলেই আউট হয়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটসমান। ২৮৬ বলে করেছেন ২২৬। ২১টি চারের সঙ্গে শামীম মেরেছেন ১০টি ছক্কা! শামীম ছাড়া বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের আর কেউ সুবিধা করতে পারেননি। নয় নম্বরে নামা ইসহাক আলির অপরাজিত ৩০ দলের দ্বিতীয় সর্বোচ্চ! ৪০৩ রানে শেষ হয় বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের প্রথম ইনিংস। সিএবি দলের দুই বাঁ-হাতি স্পিনার মিলেই ভাগাভাগি করেছেন ১০ উইকেট। ১২১ রানে ৬ উইকেট নিয়েছেন ত্রিব্রিত রায়, ১৩২ রানে চারটি কৌশিক মাইতি। দ্বিতীয় ইনিংসে সিএবি তিন উইকেটে ১২১ রান করার পর শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ২৫৭ রানে। দু’দলের প্রথম তিন দিনের ম্যাচটিও ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে বিসিবি জিতেছিল ইনিংস ও ৬৫ রানে। চতুর্থ ও শেষ তিন দিনের ম্যাচ কক্সবাজারেই শুরু হবে মঙ্গলবার।
সংবাদ শিরোনাম