রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটিতে ইগো ফার্মা নামে একটি মানহীন ওষুধ কারখানায় র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে। এ ঘটনায় ঐ কারখানার মালিক শহীদ পারভেজকে আটক করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৫০ লাখ জরিমানা করেছে। জব্দ করা ভেজাল ওষুধ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ধ্বংস করে দেয়।
র্যাব-২ এর উপ-পরিচালক লে. কামান্ডার সাজ্জাদ রায়হান জানান, ইগো ফার্মা গত ৪ বছর ধরে ওষুধ উত্পাদন করছিল। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে কারখানাটির বৈধ লাইসেন্সও রয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল ছাড়াই কারখানাটি অদক্ষ লোকজন দ্বারা মানহীন ও ভেজাল আয়ুর্বেদীয় ওষুধ প্রস্তুত ও বাজারজাত করে আসছিল।
দুপুরে ঐ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করা হয়। পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান কারখানার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করেন।