হাওর বার্তা ডেস্কঃ লা লিগায় লেভান্তের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। যেখানে একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে রয়ে গেছে বিতর্ক!
এই মৌসুমের শুরুতে এই লেভান্তে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছিলো রিয়াল মাদ্রিদকে। রক্ষণে আজকেও প্রতিরোধ দিয়ে একই মানসিকতা দেখিয়েছে তারা। চাপে পড়ে যাওয়া রিয়াল প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিলো না অনেক্ষণ। বিরতির একটু আগে পেনাল্টি থেকে লিড পায় রিয়াল। এনিস বারধি হ্যান্ডবল করলে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সুবাদে স্পট কিক মেলে রিয়ালের। সেখান থেকে গোল করেন কারিম বেনজিমা।
রিয়ালকে চাপে ফেলে দেওয়া লেভান্তে দ্বিতীয়ার্ধেই সমতায় ফিরে যায় ৬০ মিনিটে। রজার মার্তির গোলে স্কোর লাইন হয়ে দাঁড়ায় ১-১। কিন্তু ৭৮ মিনিটে বিতর্কিত ভিডিও রিভিউতে আরেকটি পেনাল্টি মিললে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। গোল করেন বদলি হয়ে আসা গ্যারেথ বেল।
এই পেনাল্টি সিদ্ধান্ত সঠিক ছিলো কিনা এ নিয়ে বিতর্ক হচ্ছে বেশ। কারণ লেভান্তের বদলি খেলোয়াড় চেইক ডুকুরের হাল্কা স্পর্শে মাটিতে পড়ে গিয়েছিলেন কাসেইমিরো। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সেই বিতর্কের সঙ্গে ৮৮ মিনিটে লেভান্তের একজন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।
জয়ের ফলে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সেলোনা।