হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরেক অর্জন ধরা দিলো লিওনেল মেসির হাতে। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে লা লিগায় কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি একার করে নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক। শনিবার সেভিয়ার মাঠে দুবার পিছিয়ে পড়া দলকে ৪-২ গোলে জেতাতে অসাধারণ এক হ্যাট্রটিক করেন মেসি।
২৬তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে দলকে প্রথমবার সমতায় ফেরানো গোলটি দিয়েই রেকর্ডটি নিজের করে নেন আর্জেন্টাইন তারকা। সেভিয়ার বিপক্ষে এটি তার ২৬তম গোল।
এতদিন সমান ২৫টি করে গোল করে লা লিগায় কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের যৌথ মালিক ছিলেন মেসি ও রোনালদো। গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড সেভিয়ার বিপক্ষেই ২৫ গোল করেছিলেন।
লা লিগার চলতি আসরে মেসির সর্বোচ্চ গোল হয়েছে ২৫টি। আর মৌসুমে সব মিলিয়ে তার গোল হলো ৩৩টি। এই হ্যাটট্রিকের পর সেভিয়ার বিপক্ষে লিগে মেসির মোট গোল হলো ২৮টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে হলো ৩৬টি। স্পেনের শীর্ষ লিগে মেসির এটা ৩২তম আর ক্যারিয়ারে ৫০তম হ্যাটট্রিক। লা লিগায় সর্বোচ্চ ৩৪টি হ্যাটট্রিক করেছেন রোনালদো।