খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার অর্জনে অনেকেই আজ ঈর্ষাকাতর। সুন্দরবন নিয়ে তাদের প্রেম। কিন্তু শেখ হাসিনার প্রেম পুরো দেশের জন্য। প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ পুরস্কারের জন্য যোগ্য নান এমন কথাও তারা বলার দৃষ্টতা দেখান। তিনি বলেন, আনু মোহাম্মদদের মনে রাখা উচিত, সুন্দরবনকে তাদের চেয়ে বেশি ভালোবাসেন শেখ হাসিনা। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানোর কোনো প্রয়োজন নেই। কামরুল ইসলাম বলেন, অনেকেই আজ শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে ব্যস্ত। নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তারা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নতুনভাবে ষড়যন্ত্র করছেন। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতেই তাদের ষড়যন্ত্র। তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির নেতাদের মধ্যে এখন হাতাশা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের নেত্রী দেশে ফিরেন কিনা তারা নিশ্চিত নন। খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া আজ মামলার ভয়ে ভীত। তাই দেশ ছেড়ে বিদেশে আছেন তিনি। তার মামলাগুলোর ভবিষ্যৎ তিনি জানানে। এখন ষড়যন্ত্রের পথ খুঁজছেন। কিন্তু খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, তিনি জ্বালাও-পোড়াও করেও সফল হতে পারেননি। যত ষড়যন্ত্রই করেন না কেন এখানো তিনি সফল হতে পারবেন না। দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না। আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষেই গণরায় দেবে জনগণ। সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
সংবাদ শিরোনাম
মায়ের চেয়ে মাসির দরদ বেশি
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
- ২৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ