ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষায় ১৫ দিনের জন্য নদীতে ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে শুক্রবার। জীবিকার তাগিদের প্রতীক্ষার প্রহর গোনা জেলেরা তাই রাত ১২টায় নিষেধজ্ঞার মেয়াদ শেষ হতেই ছুটেছেন ইলিশের খোঁজে নদীতে।
শনিবার থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদী জেলেদের চিরচেনা বিচরণে ভরপুর হয়ে উঠে। নদীগেুলোর বাঁকে বাঁকে ছিল ব্যস্ত জেলেদের ভিড়।
মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ অবস্থায় চাঁদপুরের প্রায় ৮০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকে।