হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাস থেকে শনিবার মধ্যরাতে সন্দেহভাজন যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, হলি আর্টিজান মামলার পলাতক আসামি মামুনুর রশিদ রিপন বলে জানিয়েছে র্যাব।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, রাত ১টার দিকে একট বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা নব্য জেএমবির একজন প্রথম সারির নেতা। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় রিপন অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়িত্বে ছিলেন।
মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারের সময় রিপনের কাছে দেড় লাখ টাকা পাওয়া গেছে। রোববার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।