হাওর বার্তা ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার মামলায় দুই শিক্ষিকাকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, ৩ ডিসেম্বর আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার কারণে তার বিরুদ্ধে নকল করার অভিযোগ আনেন সংশ্লিষ্ট শিক্ষিকারা। তারা তার বাবা-মাকে ডেকে প্রতিষ্ঠানে গিয়ে দেখা করতে বলেন। পরে এ নিয়ে অভিমানে আত্মহত্যা করে অরিত্রী।