ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে আশিকুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) রাতে বন্দরের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আশিকুর মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে।

নিতহ মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে সাড়ে ৮টায় ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ধরতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতরা স্থানীয় খলিল মেম্বারের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

এ খবর ছড়িয়ে পড়লে খলিল মেম্বারের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করে।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ অর্ধশতাধিক আহত হন।

এদিকে সংঘর্ষ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে খবর পেয়ে রাতেই অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, নিহত ১

আপডেট টাইম : ০২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে আশিকুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) রাতে বন্দরের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আশিকুর মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে।

নিতহ মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে সাড়ে ৮টায় ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ধরতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতরা স্থানীয় খলিল মেম্বারের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

এ খবর ছড়িয়ে পড়লে খলিল মেম্বারের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করে।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ অর্ধশতাধিক আহত হন।

এদিকে সংঘর্ষ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে খবর পেয়ে রাতেই অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।