হাওর বার্তা ডেস্কঃ শীতের ফল কমলা। রসালো এ ফল এ সময় বেশ সহজলভ্য। কমলাকে শীতের সেরা ফল বলা হয় এর পুষ্টি গুণের কারণে। কেবল খেতেই সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি।
শীতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কমে যায় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও। হজমশক্তি কমে যাওয়া, ত্বকে রুক্ষতাসহ ইত্যাদি সমস্যা দেখা দেয়। সাইট্রিক এসিড সমৃদ্ধ ফল কমলা শরীর সুস্থ রাখা ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকর। এছাড়া শীতে নিয়মিত এ ফল খেলে যেসব উপকার মিলবে-
ওজন হ্রাস- কমলায় থাকে প্রচুর ফাইবার। এটি ওজন কমাতে সাহায্য করে, হজমশক্তি বৃদ্ধি করে। এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে। যার ফলে কমে যায় খাবার গ্রহণের প্রবণতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি- শীতে কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কমলা। এতে রয়েছে ভিটামিন সি যা মুখের অভ্যন্তরীণ সমস্যা রাখে দূরে।
ঠান্ডা কাশি প্রতিরোধ- শীতের সময় একটি পরিচিত সমস্যা হলো কাশি। এই সময় নিয়মিত কমলা খেলে ঠান্ডা কাশি প্রতিরোধ করা সম্ভব।
স্ট্রোকের ঝুঁকি হ্রাস- আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে কমলা, জাম্বুরা ইত্যাদি খেলে স্ট্রোকের ঝুঁকি কমে।
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমানো- নিয়মিত কমলা খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
এই শীতে বেশি বেশি কমলা খান আর সুস্থ থাকুন।