জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসেছে ছয় নতুন অতিথি। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে প্রাণীগুলো।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেব্রা ও জিরাফগুলোকে পার্কের আফ্রিকান সাফারিতে অবমুক্ত করা হয়। এর মধ্যে তিনটি জিরাফ ও তিনটি জেব্রা রয়েছে।
এ ব্যাপারে বন সংরক্ষক ড. তপন কুমার দে জানান, বুধবার (১৪ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে করে জিরাফ ও জেব্রাগুলোকে বাংলাদেশে আনা হয়। পরে বৃহস্পতিবার সকালে এগুলো পার্কে অবমুক্ত করা হয়।
তিনি জানান, আফ্রিকা মহাদেশের হলেও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে জিরাফ ও জেব্রাগুলোর শারীরিক অবস্থা ভালো আছে।
ড. তপন কুমার দে আরও জানান, অসুস্থতার কারণে এর আগে একটি জিরাফ মারা যায়। নতুন তিন সদস্য যোগ হওয়ায় পার্কে এখন মোট জিরাফের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। আর জেব্রার সংখ্যা দাঁড়ালো ১০টিতে।