ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কত আয় করল রণবীর-সারার ‘সিম্বা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ রণবীর সিং ও সারা আলী খান অভিনীত সিনেমা সিম্বা। চলতি বছরের শেষ বলিউড সিনেমা হিসেবে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শক-সমালোচকের বেশ প্রশংসাও পেয়েছে এটি।

ভারতে ৪ হাজার ২০ ও ভারতের বাইরে ৯৬৩ পর্দায় মুক্তি পেয়েছে সিম্বা। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ২২ কোটি রুপি, যা গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত জিরো সিনেমার প্রথম দিনের আয়ের চেয়ে বেশি। জিরো সিনেমার প্রথম দিনের আয় ২০.১৪ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, চার দিনেই সিম্বা সিনেমার আয় এক শ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

করন জোহর প্রযোজিত সিম্বা সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। তেলেগু ভাষার টেম্পার সিনেমার রিমেক এটি। সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। তার বিপরীতে অভিনয় করেছেন সারা আলী খান। এটি সারার দ্বিতীয় বলিউড সিনেমা। গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা কেদারনাথ।

রণবীর-সারা ছাড়াও এতে অভিনয় করেছেন-সোনু সুদ, আশুতোশ রানা, অশ্বিনি কালসেকর, সুলভা আরিয়া, বিজয় পাটেকর প্রমুখ। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন-অজয় দেবগন, অক্ষয় কুমার, তুষার কাপুর, কুনাল খেমু, শ্রেয়াস তালপাড়ে, আরশাদ ওয়ার্সি। এছাড়া এর ‘আঁখ মারি’ গানে দেখা গেছে প্রযোজক করন জোহরকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কত আয় করল রণবীর-সারার ‘সিম্বা’

আপডেট টাইম : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ রণবীর সিং ও সারা আলী খান অভিনীত সিনেমা সিম্বা। চলতি বছরের শেষ বলিউড সিনেমা হিসেবে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শক-সমালোচকের বেশ প্রশংসাও পেয়েছে এটি।

ভারতে ৪ হাজার ২০ ও ভারতের বাইরে ৯৬৩ পর্দায় মুক্তি পেয়েছে সিম্বা। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ২২ কোটি রুপি, যা গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত জিরো সিনেমার প্রথম দিনের আয়ের চেয়ে বেশি। জিরো সিনেমার প্রথম দিনের আয় ২০.১৪ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, চার দিনেই সিম্বা সিনেমার আয় এক শ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

করন জোহর প্রযোজিত সিম্বা সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। তেলেগু ভাষার টেম্পার সিনেমার রিমেক এটি। সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। তার বিপরীতে অভিনয় করেছেন সারা আলী খান। এটি সারার দ্বিতীয় বলিউড সিনেমা। গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা কেদারনাথ।

রণবীর-সারা ছাড়াও এতে অভিনয় করেছেন-সোনু সুদ, আশুতোশ রানা, অশ্বিনি কালসেকর, সুলভা আরিয়া, বিজয় পাটেকর প্রমুখ। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন-অজয় দেবগন, অক্ষয় কুমার, তুষার কাপুর, কুনাল খেমু, শ্রেয়াস তালপাড়ে, আরশাদ ওয়ার্সি। এছাড়া এর ‘আঁখ মারি’ গানে দেখা গেছে প্রযোজক করন জোহরকে।