হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছে অংশগ্রহণকারী দলগুলো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এরই মধ্যে ইসির কাছে এলো নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছে।
নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরী নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিনতির জন্য প্রস্তুত থাক। যেকোন সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।’ ০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ইসি কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।
নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এবারই প্রথম। বিগত দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।