ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের বাজিতপুরে আ’লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ১ বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির প্রার্থীর বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরারচর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের মধ্যকার উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশ অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দের আতঙ্কে ওই বৃদ্ধ মারা গেছে বলে জানা গেছে।

বাজিতপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনা ও বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরারচর নতুন বাজার এলাকায় কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান ইকবালের বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মিছিলকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় গুলির শব্দের আতঙ্কে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান ইকবালের প্রতিবেশী ঘরে থাকা শহীদ মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান ইকবাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। নেতাকর্মীরা আমার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বাড়িতে থাকা আমার লোকজন প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ বাধে। পরে বিজিবি ও পুলিশ এসে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এদিক-সেদিক ছুটাছুটি করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান রহমান খালেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কিশোরগঞ্জের বাজিতপুরে আ’লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ১ বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির প্রার্থীর বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরারচর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের মধ্যকার উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশ অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দের আতঙ্কে ওই বৃদ্ধ মারা গেছে বলে জানা গেছে।

বাজিতপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনা ও বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরারচর নতুন বাজার এলাকায় কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান ইকবালের বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মিছিলকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় গুলির শব্দের আতঙ্কে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান ইকবালের প্রতিবেশী ঘরে থাকা শহীদ মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান ইকবাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। নেতাকর্মীরা আমার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বাড়িতে থাকা আমার লোকজন প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ বাধে। পরে বিজিবি ও পুলিশ এসে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এদিক-সেদিক ছুটাছুটি করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান রহমান খালেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।