হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট।
আজ শুক্রবার (২৮ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘাত, সহিংসতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে দেশজুড়ে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল, এমনকি ব্যাপক তাণ্ডব চালানো হতে পারে এমন খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি রয়েছে।