হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরাকোনা বাজারে মানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ৮ থেকে ৯টি মনোহারী ও পাইকারি দোকানের সকল মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।