হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে লাইনচ্যুত হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশিদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাতখামাইর স্টেশন পার হওয়ার পর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ করে। আজ সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।