ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রচারণা শেষ ভোট উৎসবের অপেক্ষায় দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যেই প্রচারণার সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ৪৮ ঘণ্টা আগে সকল ধরনের সভা-সমাবেশ ও অন্যান্য প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ইতোমধ্যেই প্রচারণা সময় শেষ হয়েছে আজ সকাল ৮টায়। তার পরও থেমে থাকবে না প্রচারণা। চলবে ব্যক্তিগত যোগাযোগ। পাঠাবে ক্ষুদেবার্তা। এমনটিই জানিয়েছেন প্রার্থী ও সমর্থকরা। আগারগাঁওয়ের বাসিন্দা রফিকুল ইসলামা জানান, প্রচারণার শেষ হলেও আমরা মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে সকলের কাছে ভোট চাইব নৌকা মার্কায়। প্রচারণা শেষ, এখন শুধুমাত্র ভোট ও ফলাফল বাকি।

সারা দেশের মানুষ এখন অপেক্ষায় আছে ভোটের জন্য। তবে একাদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন নিয়ে এখনো শঙ্কা কাটছে না সাধারণ মানুষসহ বিএনপি নেতৃবৃন্দের কাছে। আর একদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে আজ সকাল ৮টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ৩০ ডিসেম্বর সকাল ৮টায় সারা দেশের প্রায় ৪০ হাজার ১৯৯ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের যে প্রচারণা শুরু হয় তা শেষ মুহূর্তে সংঘর্ষ ও সংঘাতে রূপ নেয়। ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা প্রচারণার সুযোগ পেয়েছে এবং বিএনপি জোটের নেতাকর্মীরা গ্রেপ্তার-হয়রানির শিকার হচ্ছেন’ এমন অভিযোগ তুলে শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করে আসছে।

যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপি জোটের এসব অভিযোগ উড়িয়ে দিয়ে শেষ মুহূর্তে রাজপথে সংঘাতের জন্য তাদেরই দায়ী করে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ভোটের ঠিক দুদিন আগেও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন। এ অবস্থায় ভোটের দিন ও আগে-পরে সারা দেশে রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষ বাড়তে পারে এমন আশঙ্কা ভোটারদের। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যেই সব এলাকায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল মালামাল পৌঁছে গেছে। তবে কিছু অনুন্নত এলাকায় গাড়ি ও রাস্তার সমস্যার কারণে এখনো ভোটগ্রহণের জন্য সকল মালামাল পৌঁছেনি।

তবে আজকের মধ্যে পৌঁছে যাবে বলে তারা আশ্বাস দেন। এছাড়াও যে ছয়টি কেন্দ্রে ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে সেখানে ইতোমধ্যেই ইভিএম মেশিন পৌঁছে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর, রোববার সকাল ৮টায় সারা দেশে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। ভোটাররা যেন ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোট প্রয়োগ করেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী যেন অতিউৎসাহী হয়ে কোনো কাজ না করে সে ব্যাপারেও তিনি নির্দেশ দেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপি তথা জাতীয় ঐক্যের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও দুই দফায় স্বীকার করেছেন ‘লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। তার ভাষ্যমতে, দেশে এখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে। ভোটের ঠিক আগ মুহূর্তে কি ঘটতে পারে এনিয়ে মানুষের মধ্যে শঙ্কার শেষ নেই।

সাধারণ মানুষের মন থেকে শঙ্কার বিষয়টা কোনোভাবেই সরছে না। এ বিষয়ে কথা হয় মিরপুরের বাসিন্দা সফিউল আলমের সাথে। তিনি জানান, ভোটের দিন এবং ভোটের আগের দিন নিয়ে খুব ভয়ে আছি, কিনা কি হয়। তিনি মনে করেন ভোটের দিন ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে অভিযোগ যাত্রায় প্রথমবারের মতো যোগ দিয়েছে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি (মন্জু)। দলটির মহাসচিব শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনে এসে মিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান, আওয়ামী লীগ তাদের প্রার্থী ও সমর্থকদের উপর আক্রমণ করছে ও প্রচারণায় বাধা দিচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে গতকাল অভিযোগ করেছেন সিইসির কাছে বিএনএফ।

তাদের অভিযোগগুলোও ছিল জাতীয় পার্টির মতো। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তাদের প্রস্তুতি সম্পন্ন। সময়মতো ভোট হবে। কোনো ধরনের সন্দেহ নেই এবং ভোটারদের তারা আহ্বান করেছেন কেন্দ্রে এসে ভোট দিতে। অন্যদিকে শঙ্কার বিষয়ে তারা বলেন, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে কিছু হলে আইন শৃঙ্খলা বাহিনী টেকেল দেবে। এব্যাপারে নির্বাচন কমিশনার শাহাদাত হোসাইন বলেন, কোনো বিশৃঙ্খলা হলে প্রথমে পুলিশ, র‌্যাব, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রচারণা শেষ ভোট উৎসবের অপেক্ষায় দেশ

আপডেট টাইম : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যেই প্রচারণার সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ৪৮ ঘণ্টা আগে সকল ধরনের সভা-সমাবেশ ও অন্যান্য প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ইতোমধ্যেই প্রচারণা সময় শেষ হয়েছে আজ সকাল ৮টায়। তার পরও থেমে থাকবে না প্রচারণা। চলবে ব্যক্তিগত যোগাযোগ। পাঠাবে ক্ষুদেবার্তা। এমনটিই জানিয়েছেন প্রার্থী ও সমর্থকরা। আগারগাঁওয়ের বাসিন্দা রফিকুল ইসলামা জানান, প্রচারণার শেষ হলেও আমরা মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে সকলের কাছে ভোট চাইব নৌকা মার্কায়। প্রচারণা শেষ, এখন শুধুমাত্র ভোট ও ফলাফল বাকি।

সারা দেশের মানুষ এখন অপেক্ষায় আছে ভোটের জন্য। তবে একাদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন নিয়ে এখনো শঙ্কা কাটছে না সাধারণ মানুষসহ বিএনপি নেতৃবৃন্দের কাছে। আর একদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে আজ সকাল ৮টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ৩০ ডিসেম্বর সকাল ৮টায় সারা দেশের প্রায় ৪০ হাজার ১৯৯ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের যে প্রচারণা শুরু হয় তা শেষ মুহূর্তে সংঘর্ষ ও সংঘাতে রূপ নেয়। ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা প্রচারণার সুযোগ পেয়েছে এবং বিএনপি জোটের নেতাকর্মীরা গ্রেপ্তার-হয়রানির শিকার হচ্ছেন’ এমন অভিযোগ তুলে শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করে আসছে।

যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপি জোটের এসব অভিযোগ উড়িয়ে দিয়ে শেষ মুহূর্তে রাজপথে সংঘাতের জন্য তাদেরই দায়ী করে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ভোটের ঠিক দুদিন আগেও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন। এ অবস্থায় ভোটের দিন ও আগে-পরে সারা দেশে রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষ বাড়তে পারে এমন আশঙ্কা ভোটারদের। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যেই সব এলাকায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল মালামাল পৌঁছে গেছে। তবে কিছু অনুন্নত এলাকায় গাড়ি ও রাস্তার সমস্যার কারণে এখনো ভোটগ্রহণের জন্য সকল মালামাল পৌঁছেনি।

তবে আজকের মধ্যে পৌঁছে যাবে বলে তারা আশ্বাস দেন। এছাড়াও যে ছয়টি কেন্দ্রে ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে সেখানে ইতোমধ্যেই ইভিএম মেশিন পৌঁছে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর, রোববার সকাল ৮টায় সারা দেশে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। ভোটাররা যেন ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোট প্রয়োগ করেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী যেন অতিউৎসাহী হয়ে কোনো কাজ না করে সে ব্যাপারেও তিনি নির্দেশ দেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপি তথা জাতীয় ঐক্যের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও দুই দফায় স্বীকার করেছেন ‘লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। তার ভাষ্যমতে, দেশে এখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে। ভোটের ঠিক আগ মুহূর্তে কি ঘটতে পারে এনিয়ে মানুষের মধ্যে শঙ্কার শেষ নেই।

সাধারণ মানুষের মন থেকে শঙ্কার বিষয়টা কোনোভাবেই সরছে না। এ বিষয়ে কথা হয় মিরপুরের বাসিন্দা সফিউল আলমের সাথে। তিনি জানান, ভোটের দিন এবং ভোটের আগের দিন নিয়ে খুব ভয়ে আছি, কিনা কি হয়। তিনি মনে করেন ভোটের দিন ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে অভিযোগ যাত্রায় প্রথমবারের মতো যোগ দিয়েছে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি (মন্জু)। দলটির মহাসচিব শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনে এসে মিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান, আওয়ামী লীগ তাদের প্রার্থী ও সমর্থকদের উপর আক্রমণ করছে ও প্রচারণায় বাধা দিচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে গতকাল অভিযোগ করেছেন সিইসির কাছে বিএনএফ।

তাদের অভিযোগগুলোও ছিল জাতীয় পার্টির মতো। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তাদের প্রস্তুতি সম্পন্ন। সময়মতো ভোট হবে। কোনো ধরনের সন্দেহ নেই এবং ভোটারদের তারা আহ্বান করেছেন কেন্দ্রে এসে ভোট দিতে। অন্যদিকে শঙ্কার বিষয়ে তারা বলেন, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে কিছু হলে আইন শৃঙ্খলা বাহিনী টেকেল দেবে। এব্যাপারে নির্বাচন কমিশনার শাহাদাত হোসাইন বলেন, কোনো বিশৃঙ্খলা হলে প্রথমে পুলিশ, র‌্যাব, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে।