হাওর বার্তা ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে আছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং মার্কিন সিনেটরেরা সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ততা থাকার অভিযোগ করা সত্ত্বেও সালমানকে সমর্থন জানান ট্রাম্প।
মঙ্গলবার ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ জড়িত আছেকিনা এমন প্রশ্নে কোন মন্তব্য না করলেও সালমানের পাশে আছেন বলে জানান।
তবে তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী যেভাবে সালমানকে দোষারোপ করা হচ্ছে তা সৌদি যুবরাজ অস্বীকার করেছেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে ঢোকার পরই নিখোঁজ হয়ে যান সৌদি নাগরিক খাশোগি। নিজের তুর্কি প্রেমিকাকে বিয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র আনতে দূতাবাসে গিয়েছিলেন তিনি।
খাশোগিকে দূতাবাসের মধ্যে খুন করা হয়েছে বলে তুরস্কসহ আন্তর্জাতিক মহল দাবি করলেও প্রথমে তা অস্বীকার করেছিল সৌদি আরব। কয়েক সপ্তাহ পর রিয়াদ বিষয়টি স্বীকার করে নেয়।