হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদেক (২৩) নামে এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শ্রমিক সাদেক হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি ইটভাটার শ্রমিক সাদেককে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যায় তাকে গুরুতর আহত অবস্থায় মধ্যপুমদী সরকারি বিদ্যালয় এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায় লোকজন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ওসি আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।