রবি’র পর এবার আরও দুই অপারেটরের ব্যবহারকারীরা বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছেন। ইন্টারনেট ডট অর্গের সহায়তায় দেশের শীর্ষস্থানীয় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন এবং টেলিটক অচিরেই বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করবে।
গত ১০ মে থেকে রবি তার গ্রাহকদের জন্য চালু করে। ইতোমধ্যে রবির বিনামূল্যের ইন্টারনেট সুবিধা নিয়েছে ১২ লাখ গ্রাহক। রবির এই সুবিধায় ২৯ টি ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
এই উদ্যোগের সাফল্যের পরপরই গ্রামীণফোন এবং টেলিটক বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশসহ ১০টি দেশে ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। সম্প্রতি জার্কারবার্গ এক পোস্টে জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ কোটি মানুষ ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পাচ্ছে।