প্রযুক্তি ছাড়া বিশ্বের কোনো দেশ সামনের দিকে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার উদ্যোগে তথ্য প্রযুক্তি বিষয়ক এক সেমিনারে যোগ দেন প্রতিমন্ত্রী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী নিয়ামুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া কোন দেশ সামনে এগিয়ে যেতে পারবে না। আর সেই জন্য বাংলাদেশের বর্তমান সরকার তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ আগামীতে তথ্য প্রযুক্তি খাতে বিদেশী বিনিয়োগের মাধ্যমে দেশে বিপুল সংখ্যক কর্মসংস্থানের পথ তৈরী করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম। এছাড়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, কাজী নওফেল প্রমুখ। আইসিটি খাতকে সমৃদ্ধ করতে বর্তমানে সৌদি আরব সফর করছেন জুনাইদ আহমেদ পলক। গত ৬ই অক্টোবর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান প্রতিমন্ত্রী।
সংবাদ শিরোনাম
সৌদি আরবে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রযুক্তি ছাড়া কোনো দেশ এগোতে পারবে না
- Reporter Name
- আপডেট টাইম : ১২:২৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
- ২৫৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ