হাওর বার্তা ডেস্কঃ আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষ এ আবেদন করে। এই আবেদনের ওপর আজ দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে। গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
তবে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তারা।
শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছিলেন, যেহেতু তিনি সারা বিশ্বের একজন নামকরা আলোকচিত্রী, বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন। এ মুহূর্তে উনার মুক্তি পেতে কোনো বাধা নেই। তবে সরকার যদি আবারও বিরোধিতা করে সেটা পরে দেখা যাবে।
চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শহিদুল আলম আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
এরপর গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শহিদুল আলমকে আদালতে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।