হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইলে ৫১ পিচ গোলাপী বর্ণের ইয়াবাসহ ছোটন মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান, এস, বিএন এর নেতৃত্বে তাড়াইল উপজেলার কলুমা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী ছোটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার আলমশ্রী গ্রামের মৃত ফেরদৌস মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারের সময় ছোটন মিয়ার কাছে থেকে ৫১ পিচ গোলাপী বর্ণের ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোবাইল সেট ০২ টি গ্রামীন সীম কার্ড সংযুক্ত’সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর তারা মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তাছাড়া, এ ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে।