হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরব সরকার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের সমালোচক ও সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে এক মারামারির ঘটনায় খাসোগি নিহত হন। এ খবর দিয়েছে পার্সটুডে।
সেখানে আরো জানানো হয়, এ ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের উপ গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সিনিয়র সহকারী সৌদ আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছে। খাসোগি হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ১৮ সৌদি নাগরিককে আটক করা হয়েছে। এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে জামাল খাসোগির নিহত হওয়ার খবর স্বীকার করা হলো।
এর আগে সৌদি বাদশাহ সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেফ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় টিভির নিউজ বুলেটিনে এ ঘোষণা দেয়া হয়।