হাওর বার্তা ডেস্কঃ উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রকাশ্যে গাঁজা বিক্রি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার স্থানীয় সময় রাত ১২ টার পর থেকে দেশটিতে গাঁজা বিক্রি আর আইনত অবৈধ কিংবা কোনো অপরাধমূলক কাজ নয়। এরইমধ্যে সেখানকার বাজারগুলোতে গাঁজা বিক্রি শুরু হয়েছে। মধ্যরাতেই শতশত মানুষ বেড়িয়ে পরে গাঁজা কিনতে। তবে ইতিমধ্যে গাঁজা সেবনে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
খবরে বলা হয়, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ২০১৫ সালে যে প্রচারণা চালিয়েছিল সেটাই পরিপূর্ণতা পেল গাঁজা বৈধকরণের মধ্যে দিয়ে। ট্রুুডো জোড় দিয়েই বলেছিলেন কানাডা হল বিশ্বের মধ্যে অন্যতম একটা দেশ যেখানে সবচেয়ে বেশি গাঁজা গ্রহণ করা হয়।
কিন্তু এখানে শত বছরের পুরনো আইন বহাল আছে যেখানে এটাকে অপরাধমূলক কাজ হিসেবে ধরা হয়। তবে ট্রুডো বলছেন নতুন এই আইন এমন ভাবে করা হয়েছে যাতে করে সেটা অপ্রাপ্ত বয়স্কদের হাতের নাগালের বাইরে থাকে। একইসঙ্গে ব্যবহারকারীদের থেকে লভ্যাংশ বের করে আনা যাবে। কানাডা সরকার ধারণা করছে গাঁজা বিক্রির মাধ্যমে বছরে অতিরিক্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার শুল্ক আয় করা যাবে।