রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৪৪১৬টি মামলা

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৪৪১৬টি মামলা ও ৩১,৭১,৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। তার মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এ ছাড়াও অভিযানে ২১টি গাড়ি ডাম্পিং ও ৮২৪ টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৫০৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০১টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৯টি মামলা দেওয়া হয়।

০৯ অক্টোবর’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর