হাওর বার্তা ডেস্কঃ দেখা হয় নাই চক্ষু মেলিয়া / ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর/ একটি শিশির বিন্দু।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাতেই ঘরের পাশের সৌন্দর্যের সুন্দর বিবরণ দেয়া রয়েছে।আমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, হাওর-বাওর-নদী, ঝরনা, সবুজ চা বাগান রয়েছে সুন্দরবন। প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে পর্যটনের অপার সৌন্দর্য।
নিজের দেশটি ঘুরে দেখুন, সকালের বান্দরবান বা সন্ধ্যার কক্সবাজার আপনাকে মুগ্ধ করবেই।
পাহাড়ের নির্জনতা বা ঝরনার শব্দ আমাদের ভাবনায় নতুন খোরাক যোগাবে।
আর রাঙামাটির পানি আর নীল আকাশ দেখে চোখ সরাতে মন চাইবে না
সুন্দরবনের হরিণের মায়াবি চাহনি কবি হতে বাধ্য করবে আপনাকে।
দুই দিন হেঁটে কেওক্রাডংয়ের চূড়ায় দাড়িয়ে নিজেকে আবিষ্কার করবেন এক অনন্য বিশালতায়। সময় করে পরিবার, বন্ধু বা শুধু একাই বেরিয়ে পড়ুন, দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ।