খালেদার খনি দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি পেছাল

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় চার্জ গঠন শুনানি পিছিয়ে ২৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া চার্জ শুনানির জন্য সময় আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬

ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।

ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় চার্জশিটভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর