ফেইসবুকে নিজের পরিচিতি তুলে ধরতে এত দিন শুধু প্রোফাইল পিকচার (ছবি) দেওয়ার সুযোগ মিলত। ছবিতে নিজের আনন্দ বা অনুভূতি ঠিকমতো প্রকাশের সুযোগ না মেলায় মন ভরছিল না অনেক ব্যবহারকারীর। তাই প্রোফাইল পিকচারের পাশাপাশি আকারে ছোট প্রোফাইল ভিডিও যুক্তের সুযোগ চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। প্রোফাইল ভিডিওটি বন্ধুদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিরাও দেখার সুযোগ পাবে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাজ্যে বসবাসকারীরা মোবাইল ফোনে ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছে। তবে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র : বিবিসি