হাওর বার্তা ডেস্কঃ বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে বৃষ্টি মাথায় বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান করছিল শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে মিরপুরে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশ সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় লাঠি হাতে কিছু যুবক শিক্ষার্থীদের ওপর হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। বিকাল ৪টার মিরপুর-১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত সড়কে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের সঙ্গে স্থানীয় যুবলীগের কর্মীরাও তাদের ওপর হামলা করে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরের দিকে সরে যায়। এদিকে ১০ নম্বর ও আশপাশের সড়কে সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।