হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘের কথা মনে আছে? সেই মেঘ আজ ন্যায় চাইছে। বিমানবন্দর সড়কস্থ কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যা ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্ল্যাকার্ড হাতে যোগ দিয়েছে মেঘ। অথচ মা-বাবা নৃশংসভাবে খুন হবার পরও এভাবে বিচার চেয়ে রাস্তায় দাঁড়াতে দেখা যায়নি তাকে।
ইতোমধ্যে মেঘের প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ছবিটি সামাজিক যোগাযোগম মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
মেঘের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল-‘নিরাপদ সড়ক চাই, বাস চাপায় নিহত আপু-ভাইয়াদের খুনের বিচার চাই। ছোটদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমার মিম্মি-বাবার (সাগর-রুনি) খুনের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।’
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।