পুলিশ সেবা নিশ্চিতের নির্দেশ ডিআইজির

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, জনগণের টাকায় আমাদের বেতন হয়। তাদেরকে আমাদের আইনি সহায়তা দিতে হবে। পুলিশে সচ্ছতা জবাবদাহিতা নিশ্চিত করে রংপুর রেঞ্জের আওতায় থানাগুলোয় মানুষ যাতে সহজে সেবা পায় সে দিকে লক্ষ্য রাকতে হবে।

আজ বুধবার (১ আগস্ট) দুপুরে রংপুর পুলিশ হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, আমরা নিরাপদ শান্তিপূর্ণ সমাজ চাই। এদেশে জঙ্গীবাদেও কোন স্থান নেই। অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে। কেউ যদি মিথ্যা তথ্য প্রচার করে ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতি জেলায় একজন করে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যাতে সাংবাদিকদের তথ্য পেতে কোন ধরণের সমস্যায় পড়তে না হয়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশীদ বাবু প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর