ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার তরুণ উদ্ভাবকদের সবধরনের সহায়তা করবে পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আধুনিক সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে নগরে পরিণত করতে হবে। এই ব্যাপারে তিনি সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন অডিটোরিয়ামে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে। বর্তমান সরকার বেসরকারি এমন উদ্যোগ থেকে উঠে আসা সেরা উদ্ভাবকদের সবধরনের সহায়তা করবে। তরুণদের উদ্ভাবনেই একদিন নাগরিক সব সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। পলক বলেন, ৫ কোটির বেশি মানুষ বাস করে বাংলাদেশের শহরগুলোয়। এর পাশাপাশি শহরমুখী জনগোষ্ঠীর চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাগরিক সমস্যা।

তিনি এই সমস্যাগুলোর সমাধানের সৃজনশীল চিন্তাধারা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে দেশের উদ্ভাবনী ও উদ্যমী তরুণদের উদ্বুদ্ধ করতে অন্যান্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নাগরিক সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকের খোঁজে ব্র্যাক কর্তৃক আয়োজিত এই ধরনের কর্মসূচি গ্রহণের জন্য সাধুবাদ জানান। পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আরবান ইনোভেশন চ্যালেঞ্জের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, আইসিটি বিভাগের স্ট্যার্টআপ প্রকল্পের উপদেষ্টা টিনা জাবিন, প্রথম আলোর ইয়ুথ কো-অর্ডিনেটর মুনীর হাসান, তরু ইনস্টিটিউশন অব ইনক্লুসিভ ইনোভেশনের স্বত্বাধিকারী সাইফ কামাল, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সরকার তরুণ উদ্ভাবকদের সবধরনের সহায়তা করবে পলক

আপডেট টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আধুনিক সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে নগরে পরিণত করতে হবে। এই ব্যাপারে তিনি সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন অডিটোরিয়ামে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে। বর্তমান সরকার বেসরকারি এমন উদ্যোগ থেকে উঠে আসা সেরা উদ্ভাবকদের সবধরনের সহায়তা করবে। তরুণদের উদ্ভাবনেই একদিন নাগরিক সব সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। পলক বলেন, ৫ কোটির বেশি মানুষ বাস করে বাংলাদেশের শহরগুলোয়। এর পাশাপাশি শহরমুখী জনগোষ্ঠীর চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাগরিক সমস্যা।

তিনি এই সমস্যাগুলোর সমাধানের সৃজনশীল চিন্তাধারা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে দেশের উদ্ভাবনী ও উদ্যমী তরুণদের উদ্বুদ্ধ করতে অন্যান্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নাগরিক সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকের খোঁজে ব্র্যাক কর্তৃক আয়োজিত এই ধরনের কর্মসূচি গ্রহণের জন্য সাধুবাদ জানান। পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আরবান ইনোভেশন চ্যালেঞ্জের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, আইসিটি বিভাগের স্ট্যার্টআপ প্রকল্পের উপদেষ্টা টিনা জাবিন, প্রথম আলোর ইয়ুথ কো-অর্ডিনেটর মুনীর হাসান, তরু ইনস্টিটিউশন অব ইনক্লুসিভ ইনোভেশনের স্বত্বাধিকারী সাইফ কামাল, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।