ভারতের স্বাধীনতা দিবসের বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তুলে দেওয়া উচিৎ এই ইন্টারভিউয়ের ব্যবস্থা। এতে বন্ধ হবে স্বজনপোষণ। অবশেষে দেশটির সরকার এই ব্যবস্থা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে সূত্রের খবর।
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই প্রয়োগ করা হবে এই নয়া ব্যবস্থা। নিয়োগের আগে হবে স্কিল টেস্ট ও শারীরিক পরীক্ষা।
যদি কোনও সরকারি দফতর মনে করে যে ইন্টারভিউ নেওয়া আবশ্যক, তাহলে কেন্দ্রের কাছে বিশেষ অনুমোদন নিতে হবে।
রেড ফোর্টে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়েই মোদী বলেছিলেন চাকরি হওয়া উচিৎ দক্ষতার পরীক্ষার উপর ভিত্তি করে। সুপারিশ করার উপর ভিত্তি করে নয়।
তিনি উল্লেখ করেছিলেন, গরীব মানুষও চায় তাদের ছেলেরা চাকরি পাক। অন্তত ছোটখাটো চাকরির ক্ষেত্রে এই ব্যবস্থা তুলে দেওয়া হয় সেকথাই বলেছিলেন তিনি। অনলাইনে অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষা হতে পারে বলে জানিয়েছিলেন মোদী।
এতে দুর্নীতি বন্ধ হবে ও সবাই সমান অধিকারে চাকরি পাবে বলে জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী