মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জটিল রোগের চিকিৎসায় সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদক্রমে ৫ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের প্রদানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মো: আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী ও কামরুল লায়লা জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শিল্প, বাণিজ্যিক ও স্থাবর সম্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বর্তমানে ১৭ টি শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে কিছু প্রতিষ্ঠান চালু আছে, কয়েকটির বিরুদ্ধে মামলা আছে এবং কয়েকটি প্রতিষ্ঠান নির্মানাধীণ আছে।
সভায় জানানো হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ২০১৪-২০১৫ অর্থ বছরে মোট ৫৪ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা আয় হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার একটি বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদনক্রমে প্রদান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক , বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
জটিল রোগের চিকিৎসায় মুক্তিযোদ্ধাদের ৫ লাখ টাকা প্রদানের সুপারিশ
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
- ৩০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ