হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। আসরের শুরু থেকেই দারুণ ছন্দে আছে ফ্রান্স। অন্যদিকে, গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এমন ম্যাচের আগে হলুদ কার্ড নিয়ে বেশ চিন্তায় হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে গত তিনটি ম্যাচে আর্জেন্টিার ৬ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছে। এদের মধ্যে আছেন অধিনায়ক লিওনেল মেসিসহ অভিজ্ঞ তারকা হাভিয়ার মাসচেরানোর মতো নাম।
গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা হলুদ কার্ড দেখেছেন। আর নাইজেরিয়ার বিপক্ষে এভার বানেগা, হাভিয়ার মাসচেরানো ও লিওনেল মেসি রেফারি থেকে এই সংকেত পেয়েছেন।
এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা যদি ফ্রান্সের বিপক্ষে জয় পায় ও এদের মধ্যে কেউ ফের হলুদ কার্ড দেখেন, তবে বাদ পড়বেন শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে।