মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল আজ বুধবার। কিন্তু সেটা হবু শ্বাশুড়ির অসুস্থতার কারণে আপাতত স্থগিত করা হয়েছে। গত বুধবার ২৩শে সেপ্টেম্বর মিউজিক ভিডিও নির্মাতা রাফসান আহসানের সঙ্গে স্পর্শিয়ার আংটি বদল হয়। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা। কথা ছিল, বুধবার ৩০শে সেপ্টেম্বর বেশ ঘটা করে তাদের আকদ হবে। সে হিসেবে সব প্রস্তুতিও ছিল দুই পরিবারের। তবে সেটি আপাতত স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন স্পর্শিয়া ও তার মা। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, পরিকল্পনা অনুযায়ী দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের আংটিবদল হয়। অনুষ্ঠানে আমার হবু শাশুড়িও উপস্থিত ছিলেন। তখন তিনি সুস্থ থাকলেও এখন গুরুতর অসুস্থ। দু’দিন ধরে আমরা দুই পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলে আছি। তার কিডনিতে ডায়ালাইসিস চলছে। তাই এ মুহুর্তে বিয়ের কাজটি স্থগিত করা হয়েছে। এদিকে স্পর্শিয়ার মা-ও মানবজমিনকে জানান, রাফসানের মা গত দুই দিন ধরে খুব অসুস্থ। যে কারণে এ মুহুর্তে আমাদের বিয়ের কাজটি স্থগিত করতে হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠলে আমরা দুই পরিবার মিলে যথা শিগগির বিয়ের আয়োজন করবো।
সংবাদ শিরোনাম
স্পর্শিয়ার বিয়ে স্থগিত
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
- ৩২২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ