হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ দল উইন্ডিজদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অ্যান্টিগারে পৌছেছে কিছু দিন আগেই। এখন নিজেদের ঝালাই করে নিতে ও সেখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।
এর আগে অ্যান্টিগা পৌঁছে টানা তিন দিন অনুশীলন করেছে। ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এই প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষনা করেছে। দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। তিনি এতো দিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলো। জোসেফ ২০১৬ সালেযুব বিশ্বকাপ খেলা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। এ দলের অধিনায়ক হিসেবে থাকবে শামারাহ ব্রুকস। এছাড়ও রয়েছে সাবেক ক্যারিবিয়ান ব্যাটিং লিজেন্ড শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ সুযোগ পেয়েছেন দলে।