হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতার আদর্শ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। আমরা যে দিন বদলের সনদ দিয়েছিলাম, সত্যি আজ মানুষের দিন বদল শুরু হয়েছে। জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবে না, কেউ পারেনি। আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাবে কেউ দাবায়া রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে বাজেট আলোচনা শেষে বিশেষ আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সংগঠনের জন্য মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন। মানুষ সংগঠন ছাড়ে মন্ত্রীত্বের আশায় আর তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন সংগঠনের জন্য। এই ঘঠনা মনে হয় এই দেশে আর একটিও নেই। আমার তার আদর্শ নিয়ে চলি, আওয়ামী লীগ সেই আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নে উদ্ভাসিত হয়ে আওয়ামী লীগ জাতিকে সেবা করে যাচ্ছে, সেবা করে যাবে। বাংলার জনগণ যে আস্থা আওয়ামী লীগের ওপর রেখেছে। আমরা তার সন্মান দিচ্ছি এবং সন্মান দিয়ে যাব। সরকারের ধারাবাহিকতা থাকলে আমাদের পরিকল্পনা অনুসারে প্রতিটি গ্রামকেই একটি নগরে রূপান্তরের মাধ্যমে গ্রামের মানুষকে একেবারে নগরবাসীরর মতো উন্নত জীবন উপহার দিতে সক্ষম হব। প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক প্রতিজ্ঞা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক মুক্তি দেবার জন্যই এই সংগ্রাম। বাঙালি জাতি একটি জাতি হিসেবে গড়ে উঠুক। তার স্বাতন্ত্রতা বজায় থাকুক এবং এই ভূখণ্ড বাঙালি জাতির জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক এটাই ছিল বঙ্গবন্ধুর মূল দর্শন। আওয়ামী লীগই হচ্ছে একটি সংগঠন যে সংগঠনের