হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল শুরু হলেও তেমন জমজমাট ম্যাচ না হওয়ায় এখন পর্যন্ত জমে ওঠেনি ভক্তদের উন্মাদনা। তবে সব ক্রীড়ামোদীর মনোযোগ রাশিয়ামুখী। ইতোমধ্যে সমর্থকরা যার যার প্রিয় দলের পতাকা-জার্সি তৈরি করে উচ্ছ্বাস জানান দেওয়া শুরু করে দিয়েছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থন দুটি দলের। সেটি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের দল ব্রাজিল। প্রধানমন্ত্রীর তথ্য-যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মায়ের পছন্দের দলকেই সমর্থন করেন। একটি অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ১৪ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলাগুলো। অংশগ্রহণ করছে ৩২টি দেশ।